আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য

(ক) সংগঠন হিসেবে এই সমিতি হবে সম্পূর্ণ অরাজনৈতিক। কোনরূপ রাজনৈতিক, রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভোবে জড়িত থাকবে না।

(খ) সমিতি’র অন্তর্গত কিংবা বহির্ভূত পিডব্লিউডি’র সকল কর্মচারিদের মধ্যে পারস্পরিক সদ্ভাব, সৌহার্দ্য ও সহযোগিতা অর্জন করা।

(গ) বাপিডিপ্রকৌস এর সকল সদস্যের বিধিবদ্ধ ন্যায্য সুযোগ-সুবিধা এবং অধিকার নিশ্চিত করা।

(ঘ) পদ্ধতিগত উপায়ে সকল সদস্যের চাকরিগত সুযোগ-সুবিধা যেমনঃ চাকরির নিশ্চয়তা, পদমর্যাদা, পদোন্নতি, বাসস্থান, যাতায়াত এবং চিকিৎসা ইত্যাদির ন্যায্য অধিকার আদায় করা।

(ঙ) সমিতি’র সদস্যগণের উপর নির্ভরশীলদের  (যেমনঃ স্ত্রী, পুত্র ও কন্যা) সার্বিক মঙ্গলার্থে প্রচেষ্টা চালানো।

(চ) ডিপ্লোমা প্রকৌশলীদের শারিরীক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নকল্পে সংঘবদ্ধ হওয়া।

(ছ) ডিপ্লোমা প্রকৌশলীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা।

(জ) ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে উচ্চ কিংবা নিম্ন কর্মচারিদের পারস্পরিক সদ্ভাব, সৌহার্দ্যমূলক সম্প্রীতি বজায় রাখা।

(ঝ) ডিপ্লোমা প্রকৌশলীদের স্বনির্ভর হওয়ার নিমিত্তে কল্যাণকর কার্য যেমনঃ সমবায় গঠন, কুটির শিল্পায়িতকরণ, তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থাকরণ, মহিলাদের (ডিপ্লোমা প্রকৌশলীদের স্ত্রী ও কন্যা) জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও দুস্থদের মধ্যে ঋণ ও সাহায্য মঞ্জুরী প্রভৃতি মানবিক কাজে তৎপর হওয়া।

(ঞ) ডিপ্লোমা প্রকৌশলীদের হিতার্থে আত্মসম্মান, ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে এই সমিতি বদ্ধপরিকর। সমিতি’র লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিধিবদ্ধ উপায়ে যে কোন পন্থা অবলম্বন।

(ট) এই সমিতি একই লক্ষ্য ও উদ্দেশ্যে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সার্বিক স্বার্থে গঠিত অন্যান্য সংগঠনের সাথে সহযোগিতা ও সহ-অবস্থানে প্রস্তুত।

(ঠ) সমিতি’র অর্জিত আয় ও সম্পত্তি যা সম্পূর্ণভাবে সমিতি’র লক্ষ্য ও উদ্দেশ্যে ব্যয় করা।

(ড) কারিগরী ক্ষেত্রে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিকল্পে উপায় উদ্ভাবন করা।

(ঢ) কারিগরী পেশায় উৎসাহ যোগানো।

(ণ) দেশ গঠনে ও প্রবৃদ্ধি অর্জনে কারিগরী কৃৎকৌশলের উন্নতি ও শ্রীবৃদ্ধি সাধন করা।

(ত) কল-কারখানায়, ক্ষেতে-খামারে, মাঠে-ময়দানে, জলে-স্থলে কারিগরী পেশাকে ফলপ্রসূকরণ ও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করণ।

(থ) কারিগরী পেশাকে জনহিতকর পেশায় যথার্থ রূপদান।

(দ) সমিতি’র সদস্যদের হিতার্থে সরকার গঠিত বাংলাদেশ সরকারী কর্মচারি কল্যাণ  সমিতি’র সঙ্গে পাশাপাশি কাজ করবে এবং সমিতি’র সদস্যদের কল্যাণে সমিতি’র অধীনে একটি নিজস্ব কল্যাণ তহবিল থাকবে।

(ধ)   সমিতি’র সদস্যদের কারিগরী জ্ঞান বর্ধিত করার নিমিত্তে একটি গ্রন্থাগার এবং একটি মুখপত্র প্রকাশ করা।

(ন)   সমিতি’র কল্যাণার্থে প্রয়োজনে বিবেচিত অন্যান্য পন্থা যা উপরে উল্লেখিত হয়নি, তা গ্রহণ করা।

(প)   অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করা।

প্রধান প্রকৌশলী

মোহাম্মদ শামীম আখতার

প্রধান প্রকৌশলী
গণপূর্ত অধিদপ্তর
বিস্তারিত

সভাপতি

জনাব মোহাম্মদ রায়হান মিয়া

সভাপতি
বাপিডিপ্রকৌস
বিস্তারিত

সাধারণ সম্পাদক

মুহাম্মদ আনিসুজ্জামান

সাধারণ সম্পাদক
বাপিডিপ্রকৌস
বিস্তারিত

ওয়েব মেইল

লগইন

জরুরি হেল্পলাইন নম্বর

Helpline 333 Helpline 999 Helpline 16163 Helpline 16575 Helpline 16131 Helpline 16109

ওয়েবসাইট ডিজাইন এবং ডেভলপমেন্ট-