পদবী: উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)
কর্মস্থল: গণপূর্ত ই/এম সার্কেল - ৩, ঢাকা ,ঢাকা, ঢাকা
মোবাইল(P): 01711111650
১৪২৯-১৪৩১ : নির্বাহী সদস্য- ৫, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২৬-১৪২৮ : নির্বাহী সদস্য-৫, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৯৯১ : যুগ্ম সদস্য সচিব, বাকাছাপ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
২০০৯-২০১০ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস সিরাজগঞ্জ জেলা কমিটি।
২০০৯-২০১০ : সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটি, আইডিইবি ।
২০১৫- ২০১৮ : সদস্য সচিব, বাপিডিপ্রকৌস, ঢাকা সাংগঠনিক কর্ণার-৮।
সামাজিক পরিচিতি
১৯৮৯ : যুগ্ম-সাধারণ সম্পাদক, ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতি, টাঙ্গাইল ।
১৯৯২ : মহাসচিব, এসো ধাপে ধাপে জাগি (এল আর এস এস)
২০০৪ : মহাসচিব, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর।
২০১৬-২০১৭ : প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব স্কাইলাইন, ঢাকা।
২০২১-২০২২ : এসিস্ট্যান্ট গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল
২০২২ - ২০২৩ : ডেপুটি গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল
২০২৩ - ২০২৪ : লেফটেন্যান্ট গভর্নর রোটারী ইন্টারন্যাশনাল
২০২৪-২০২৫ : এডিশনাল গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল, রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮১, ঢাকা, বাংলাদেশ।
আজীবন সদস্য : ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতি ।
জনাব মোহাম্মদ আসাদুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার পিতা-মাতা দু'জনই টাঙ্গাইল জেলার স্বনামধন্য শিক্ষক ও শিক্ষিকা ছিলেন। তার পিতা সফল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে এলাকায় সুপরিচিত। শিক্ষক পিতা-মাতা এবং সামজিক পরিমণ্ডলে বেড়ে উঠার সুবাদে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি নিজেকে ছোট বেলা থেকে সম্পৃক্ত করেন।
নম্র, ভদ্র, মার্জিত লেখালেখিতে পারদর্শী এই নেতার সাংগঠনিক দক্ষতা অনন্য। বিগত দিনে বাপিডিপ্রকৌস এর সদস্য প্রকৌশলীদের বিভিন্ন পেশাগত ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় ও কল্যাণে তিনি তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন । বাপিডিপ্রকৌস এর নেতৃত্বে আসা এই অপার সম্ভাবনাময় নেতার ধৈর্য্য, অধ্যবসায়, বিশ্লেষণধর্মী গুণ আর অমায়িক ব্যবহার সকলকে মুগ্ধ করে। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে অবদান রেখে চলেছেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব স্কাইলাইন, ঢাকা'র প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আর্তমানবতার কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বার-বার প্রশংসিত হয়েছেন, যা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে একাধিকবার প্রচারিত হয়েছে। সমাজের প্রতিটি মানুষই হৃদয়ে বন্ধুত্ব বৃদ্ধি ও অন্যকে সেবা দেওয়ার মানসিকতা লালন করেন। হৃদয়ে লালিত এ অভিপ্রায়কে বাস্তবরূপ দিতে তিনি রোটারিতে যোগ দেন ।
সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে নিজ কর্মের মাধ্যমে সেবাদান করে নিজ জীবনকে পূর্ণতায় ভরে তুলতে তিনি রোটারী ইন্টারন্যাশনাল এর বিভিন্ন পদ অলংকৃত করে সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত বন্ধু বৎসল, পরমতসহিষ্ণু ও পরোপকারী। সাধারণ সদস্য প্রকৌশলীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্তকারী এই নেতার নেতৃত্বশৈলী প্রদর্শনের সুযোগ পেলে সংগঠন সমৃদ্ধ হবে বলে সদস্যবৃন্দ মনে করেন। আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে নির্বাহী সদস্য-১ পদে তিনি আপনার মূল্যবান ভোট ও দোয়া প্রার্থী ।
সদস্যের ধরণ | : | General Member |
মেম্বারশিপ ডেট | : | 12 Jan 2000 |
ব্যাচ নাম্বার | : | 2006 |
কল্যাণ সদস্য নং | : | 398 |
আইডিইবি সদস্য নং | : | 30563 |
আইডিইবি ভবন কার্ড নং | : | 3920 |
জন্ম তারিখ | : | 20 Nov 1973 |
ব্লাড গ্রুপ | : | B+ |
মোবাইল (G) | : | 00 |
ফোন | : | 029001704 |
ইমেল | : | asad_kansa@yahoo.com |
নিজ জেলা | : | টাঙ্গাইল |
বিভাগ: , জেলা: , উপজেলা: , বাড়ি/রোড:
বিভাগ: , জেলা: , উপজেলাঃ , বাড়ি/রোড: