পদবী: উপ-সহকারী প্রকৌশলী
কর্মস্থল: মিরপুর গণপূর্ত বিভাগ, ঢাকা ,ঢাকা, ঢাকা
মোবাইল(P): 01711177287
১৪২৯-১৪৩১ : প্রচার সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২৬-১৪২৮ : প্রচার সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২০-১৪২১ : সহ-সাংগঠনিক সম্পাদক বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
প্রতিষ্ঠাতা : বাউফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ।
আজীবন সদস্য : ঢাকাস্থ বাউফল সমিতি ।
: পটুয়াখালী সমিতি, ঢাকা ।
বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব এস. এম আবু সায়েম (জুয়েল) একজন বলিষ্ঠ সংগঠক। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট-এর সংগ্রামী ছাত্রনেতা, বাকাছাপ ও রোভার স্কাউট এর অন্যতম সদস্য ছিলেন। চাকরি জীবনের শুরু থেকে বাপিডিপ্রকৌস এর সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নকালীন সময়ে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন সংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অত্যন্ত বন্ধুবৎসল, অসীম সাহসী, স্পষ্টভাষী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এস. এম আবু সায়েম (জুয়েল) দৃঢ় প্রত্যয়ী। তিনি বাউফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। বিগত বছরগুলোতে তিনি সহ-সাংগঠনিক সম্পাদক এবং প্রচার সম্পাদক এর দায়িত্ব দক্ষতা ও আন্তরিকতার সাথে সম্পন্নের মাধ্যমে খ্যাতি ও পরিচিতি অর্জন করেছেন। এ ছাড়া আইডইবি'র বিভিন্ন উপ-কমিটিতেও সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য অতীতে বাপিডিপ্রকৌস এর অপ্রত্যাশিত ক্রান্তিকালে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের ১৪৩২-১৪৩৪ টার্মের নির্বাচনে নির্বাহী সদস্য- ৬ পদপ্রার্থী হিসেবে তিনি আপনার মূল্যবান ভোট ও দোয়া প্রার্থী ।
সদস্যের ধরণ | : | General Member |
মেম্বারশিপ ডেট | : | 12 Jan 2000 |
ব্যাচ নাম্বার | : | 2006 |
কল্যাণ সদস্য নং | : | 925 |
আইডিইবি সদস্য নং | : | 31592 |
আইডিইবি ভবন কার্ড নং | : | 4624 |
জন্ম তারিখ | : | 30 Jun 1980 |
ব্লাড গ্রুপ | : | AB+ |
মোবাইল (G) | : | |
ফোন | : | 029002874 |
ইমেল | : | engrjewel32@gmail.com |
নিজ জেলা | : | পটুয়াখালী |
বিভাগ: , জেলা: , উপজেলা: , বাড়ি/রোড:
বিভাগ: , জেলা: , উপজেলাঃ , বাড়ি/রোড: