পদবী: উপ-বিভাগীয় প্রকৌশলী
কর্মস্থল: ঢাকা গণপূর্ত বিভাগ - ১,ঢাকা, ঢাকা
মোবাইল(P): 01552439996
১৪২৯-১৪৩১ : আইন ও চাকরি বিষয়ক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২৬-১৪২৮ : আইন ও চাকরি বিষয়ক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২০-১৪২১ : নির্বাহী সদস্য-৪, বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ।
১৯৯১ : সদস্য, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), মপই ৷
১৯৯১-৯৩ : সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, পুরকৌশল বিভাগ, মপই
১৯৯১-৯৪ : নির্বাহী সদস্য, শুকতারা সংঘ, ত্রিশাল, ময়মনসিংহ ।
২০০৪-০৬ : সদস্য, বাপিডিপ্রকৌস, সিলেট।
সভাপতি : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, পিডব্লিউডি ইউনিট ।
সাবেক নির্বাহী সদস্য : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ।
: সদস্য, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো, ত্রিশাল শাখা, ময়মনসিংহ।
: সদস্য, অগ্নিবীণা সাংস্কৃতিক একাডেমী, ত্রিশাল, ময়মনসিংহ ।
জনাব মুহাম্মদ আনিসুজ্জামান ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ের একজন অকুতোভয় সৈনিক। ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামে ১৯৭৪ সালের ২০ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল একাডেমী থেকে ১৯৯০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯৩ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল টেকনোলজি) পাস করেন। ১৯৯৭ সালে ত্রিশাল নজরুল (ডিগ্রি) কলেজ থেকে ব্যাচেলর অব আর্টস (পাস) ডিগ্রি লাভ করেন ৷
ছাত্র জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক ছিলেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর পুরকৌশল বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বিগত বছরগুলোতে আইন ও চাকরি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকালে সমিতির লেখালেখির কাজে তিনি অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সদস্যদের কল্যাণে সমিতি'র চলমান মামলাসমূহ পরিচালনায় তার মেধা ও শ্রম সমিতিকে অনেক সহায়তা করেছে। এ ব্যাপারে তিনি অত্যন্ত বিজ্ঞোচিত মতামত প্রদান করে থাকেন। তিনি হাইকোর্ট-সুপ্রিমকোর্ট, মন্ত্রণালয়, পূর্ত প্রশাসন প্রভৃতি স্থানে আইন ও চাকরি বিষয়ক কর্মকাণ্ডে সাফল্য অর্জন করেছেন। তার ধারাবাহিকতায় এবার তিনি ও দোয়া প্রার্থী ।
পদে আপনার
সদস্যের ধরণ | : | General Member |
মেম্বারশিপ ডেট | : | 27 May 2004 |
ব্যাচ নাম্বার | : | 2004 |
কল্যাণ সদস্য নং | : | 771 |
আইডিইবি সদস্য নং | : | 26589 |
আইডিইবি ভবন কার্ড নং | : | 2854 |
জন্ম তারিখ | : | 20 Aug 1974 |
ব্লাড গ্রুপ | : | A+ |
মোবাইল (G) | : | |
ফোন | : | 0241030687 |
ইমেল | : | anis754@gmail.com |
নিজ জেলা | : | ময়মনসিংহ |
বিভাগ: ঢাকা, জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা মহানগর, বাড়ি/রোড:
বিভাগ: ময়মনসিংহ, জেলা: ময়মনসিংহ, উপজেলাঃ ত্রিশাল, বাড়ি/রোড: