পদবী: উপ-বিভাগীয় প্রকৌশলী
কর্মস্থল: ঢাকা গণপূর্ত বিভাগ - ৩,ঢাকা, ঢাকা
মোবাইল(P): 01716164260
১৪২৯-১৪৩১ : সভাপতি, ১৭ই সেপ্টেম্বর ২০২৩ইং হতে অদ্যাবধি ও সিনিয়র সহ-সভাপতি, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২৬-১৪২৮ : সিনিয়র সহ-সভাপতি, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
১৪২০ - ১৪২১ : যুগ্ম-সম্পাদক-১, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ ।
২০১৬-২০১৭ : কাউন্সিলর, আইডিইবি, ঢাকা জেলা নির্বাহী কমিটি ।
১৪২০-১৪২১ : যুগ্ম-আহবায়ক, টাইমস্কেল, সিলেকশন গ্রেড উপ-কমিটি বাপিডিপ্রকৌস, শূন্যপদ পূরণ ও চাকরি স্থায়ীকরণ উপ-কমিটি (বাপিডিপ্রকৌস)।
২০১৩ইং : আইডিইবি'র ২দফা দাবি আদায়ের ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য । এছাড়াও আইডিইবি এর বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত
বিভিন্ন উপ-কমিটিতে কাজ করেছেন ।
১৪১৬-১৪১৭ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস।
২০০৪-২০০৮ : যুগ্ম-সম্পাদক ও অর্থ সম্পাদক, বাপিডিপ্রকৌস, রাজবাড়ী জেলা শাখা ।
: আজীবন সদস্য গাইবান্ধা জেলা সমিতি।
: আজীবন সদস্য বৃহত্তর রংপুর কল্যাণ সামিতি ।
: আজীবন সদস্য ও নির্বাহী সদস্য রংপুর বিভাগ সমিতি ।
জনাব মোহাম্মদ রায়হান মিয়া, বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের ১৪২০-১৪২১ টার্মে যুগ্ম-সম্পাদক-১ নির্বাচিত হয়ে সদস্যদের কল্যাণে নিজেকে একজন পরিপূর্ণ সেবক হিসেবে প্রস্তুত করেছেন। চাকরি জীবনের শুরু থেকেই বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে সকল আন্দোলন-সংগ্রামে আপোষহীন সৈনিক হিসেবে সামনে থেকে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাংগঠনিক জীবনে বন্ধুবৎসল, সৎ, সাহসী, বিনয়ী ও দৃঢ়চেতা। যে কোন ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী ও আপোষহীন। কোন ভয়-ভীতি ও প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি। সদস্যদের কল্যাণে বাপিডিপ্রকৌস এর যে কোন কাজ এবং কর্মসূচি বাস্তবায়নে নিরলস এবং ত্যাগের মহিমায় নিজেকে উৎসর্গ করেছেন । প্রশাসনের যে কোন স্তরে যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে সদস্যদের যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে দৃঢ় ছিলেন। তিনি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে প্রতিনিয়ত সদস্যদের বিপদে-আপদে এগিয়ে আসেন এবং অধীনস্থ কর্মচারী ও নিজস্ব এলাকার মানুষদেরকে সামর্থ্য অনুযায়ী সহেযোগিতা করে থাকেন। নিরহংকারী ও সদালাপী এই সংগঠক আইডিইবি এর সকল কার্যক্রমে সম্পৃক্ত থেকে টিমওয়ার্কের মাধ্যমে আইডিইবিতে বাপিডিপ্রকৌস এর অবস্থান শক্তিশালী করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সিনিয়র সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালনকালে তার ব্যবহার ও কর্ম দ্বারা সবার মন জয় করেছেন ।
তিনি ১৪৩২-১৪৩৪ টার্মের নির্বাচনে বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের সভাপতি পদপ্রার্থী। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে অতীতের মত ডিপ্লোমা প্রকৌশলীদের সকল আন্দোলন-সংগ্রাম ও একাত্ম হয়ে কাজ করবেন। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করেন।
সদস্যের ধরণ | : | General Member |
মেম্বারশিপ ডেট | : | 22 May 2004 |
ব্যাচ নাম্বার | : | 2004 |
কল্যাণ সদস্য নং | : | 144 |
আইডিইবি সদস্য নং | : | 27141 |
আইডিইবি ভবন কার্ড নং | : | 3273 |
জন্ম তারিখ | : | 01 Jan 1980 |
ব্লাড গ্রুপ | : | A+ |
মোবাইল (G) | : | |
ফোন | : | 0247120726 |
ইমেল | : | raihanpwd@gmail.com |
নিজ জেলা | : | গাইবান্ধা |
বিভাগ: ঢাকা, জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা মহানগর, বাড়ি/রোড:
বিভাগ: রংপুর, জেলা: গাইবান্ধা, উপজেলাঃ গাইবান্ধা সদর, বাড়ি/রোড: