পদবী: উপ-সহকারী প্রকৌশলী
কর্মস্থল: ঢাকা গণপূর্ত বিভাগ - ৪,ঢাকা, ঢাকা
মোবাইল(P): 01728686930
২০২০-২০২২ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, জেলা কমিটি, টাঙ্গাইল
আজীবন সদস্য : কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা ।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক : চাঁদের হাট যুব সংঘ, মিরপুর, কুষ্টিয়া।
জনাব রাসেল মাহমুদ বাপিডিপ্রকৌসের জন্য নিবেদিতপ্রাণ উদীয়মান এক তরুণ নেতা, যিনি গণপূর্ত অধিদপ্তরে যোগদানের সময় থেকেই নিজেকে বাপিডিপ্রকৌস এর সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি আদায়ের সকল আন্দোলন-সংগ্রামে তিনি সর্বদা অগ্রগামী ছিলেন । সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী, বাকপটু এই প্রকৌশলী শিক্ষা জীবনে খেলাধুলায়ও বিশেষ পারদর্শী ছিলেন। তিনি জেলা ভলিবল দলের সদস্য হিসেবে দেশের নানা প্রান্তে খেলায় অংশগ্রহণ করেছেন। বক্তৃতা-আলোচনায় পারঙ্গম এই প্রকৌশলী একজন ক্রীড়া সংগঠকও বটে। তিনি তার নিজ এলাকায় গড়ে তুলেছেন চাঁদের হাট যুব সংঘ নামের সংগঠন। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ফুটবল উপ-কমিটির সদস্য হিসেবে তিনি ক্লাবের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারুণ্যের উদ্দিপনায় উদীপ্ত এই স্মার্ট নেতা তার সাংগঠনিক তৎপরাতার মাধ্যমে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে সদস্যবৃন্দ মনে করেন।
জনাব রাসেল মাহমুদ বাপিডিপ্রকৌস এর ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন নির্বাচনে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। তিনি আপনার সুচিন্তিত ও মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।
সদস্যের ধরণ | : | General Member |
মেম্বারশিপ ডেট | : | 01 Aug 2017 |
ব্যাচ নাম্বার | : | 2017 |
কল্যাণ সদস্য নং | : | 0 |
আইডিইবি সদস্য নং | : | 53994 |
আইডিইবি ভবন কার্ড নং | : | 0 |
জন্ম তারিখ | : | 27 Dec 1993 |
ব্লাড গ্রুপ | : | B+ |
মোবাইল (G) | : | |
ফোন | : | 092164017 |
ইমেল | : | reselmahmudiv@gmail.com |
নিজ জেলা | : | কুষ্টিয়া |
বিভাগ: ঢাকা, জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা মহানগর, বাড়ি/রোড:
বিভাগ: খুলনা, জেলা: কুষ্টিয়া, উপজেলাঃ মিরপুর, বাড়ি/রোড: ইউনিয়নঃতালবাড়ীয়া, গ্রামঃপশ্চিম রানাখড়িয়া