পদবী: উপ-সহকারী প্রকৌশলী
কর্মস্থল: ময়মনসিংহ গণপূর্ত বিভাগ,ময়মনসিংহ, ময়মনসিংহ
মোবাইল(P): 01714787381
১৪২৯-১৪৩১ : সহ-সভাপতি (ময়মনসিংহ), কেন্দ্রীয় পরিষদ, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ।
১৪২৬-১৪২৮ : সহ-সভাপতি (ময়মনসিংহ), কেন্দ্রীয় পরিষদ, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ।
২০১১-২০১২ : সাবেক সাধারণ সম্পাদক, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা ।
: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা, সুনামগঞ্জ ।
: সদস্য সচিব, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ ।
: যুগ্ম সাধারণ সম্পাদক, ইনসিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ময়মনসিংহ জেলা শাখা ।
২০২৩-২০২৫ : সভাপতি, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, ময়মসিংহ জেলা শাখা ।
নম্র-ভদ্র, মিষ্টভাষী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী জনাব মো: শামীম আল মামুন একজন সুদক্ষ সংগঠক। অসাধারণ সাংগঠনিক দক্ষতার অধিকারী এই নেতা ছাত্র জীবন থেকে কারিগরী ছাত্র আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। জনপ্রিয় এই নেতা কর্মজীবনেও পেশাজীবী আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সদস্য প্রকৌশলীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে বিগত দিনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিগত বছরগুলোতে তিনি সহ-সভাপতি (ময়মনসিংহ), কেন্দ্রীয় পরিষদ, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এবং সদস্য সচিব, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার গুরু দায়িত্ব বিচক্ষণতা ও দক্ষতার সাথে পালন করে নিজেকে অনন্য উচ্চতায় নিতে সক্ষম হয়েছেন ।
১৪৩২-১৪৩৪-টার্মের আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে তিনি সহ-সভাপতি (ময়মনসিংহ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্যবান্ধব এই নেতা সম্মানিত সদস্য প্রকৌশলীদের ভোট ও সমর্থন কামনা করেন।
সদস্যের ধরণ | : | General Member |
মেম্বারশিপ ডেট | : | 01 Jan 1970 |
ব্যাচ নাম্বার | : | 2006 |
কল্যাণ সদস্য নং | : | 305 |
আইডিইবি সদস্য নং | : | 29089 |
আইডিইবি ভবন কার্ড নং | : | 3926 |
জন্ম তারিখ | : | 01 May 1982 |
ব্লাড গ্রুপ | : | A+ |
মোবাইল (G) | : | 09165156 |
ফোন | : | |
ইমেল | : | samimpwd82@gmail.com |
নিজ জেলা | : | জামালপুর |
বিভাগ: ময়মনসিংহ, জেলা: ময়মনসিংহ, উপজেলা: ময়মনসিংহ সদর, বাড়ি/রোড: কাচিঝুলি সাহেব কোয়াটার।
বিভাগ: ময়মনসিংহ, জেলা: জামালপুর, উপজেলাঃ ইসলামপুর, বাড়ি/রোড: গ্রাম: নতুন পাড়া , পোস্ট: হাড়গিলা বাজার , ইসলামপুর, জামালপুর।